সিরাজগঞ্জ সদর উপজেলার ডিগ্রিপাড়া কবরস্থান থেকে দাফনের ৪১ দিন পর তাঁত শ্রমিক আব্দুল মোমিনের (৩৮) লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম রাকিবুল হাসানের নেতৃত্বে কবর থেকে এ লাশ উত্তোলন করা হয়। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ১১ জুলাই শ্রমিক আব্দুল মোমিন নিজ বাড়িতে ঘর তোলার জন্য মাটি কাটছিল। এ নিয়ে বাবা ও দুই বড় ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আব্দুল মালেক ও আব্দুল মান্নান তাকে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে ফেলে এবং নিজেদের হেফাজতে লুকিয়ে রাখে। ১৪ জুলাই অবস্থার অবনতি হলে তাকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত্যুর পর তার লাশ তড়িঘড়ি করে দাফন করা হয়। এ ব্যাপারে তার স্ত্রী ফাতেমা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। গত ১৬ জুলাই এ হত্যা মামলা মীমাংসায় শালীশ বৈঠক বসলে বাদী তার স্বামী হত্যার বিচার দাবী করে এবং ১০ আগষ্ট ৩ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত এ মামলা এফআইআরসহ কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে তার লাশ উত্তোলন করা হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ান ইসলাম ও ডা. শিমুল তালুকদারসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।